রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণাঞ্চলে বাড়বে রাতের তাপমাত্রা
আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও রংপুর বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সারা দেশে রাত-দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।সোমবার (১৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এতে আরও জানানো হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এসময়ের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও অন্য জায়গায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া আগামীকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) ও পরদিন বুধবার (১৫ জানুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
৩ দিন বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে বাড়বে তাপমাত্রা,আগামী ৫ দিন তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা আছে,সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস,বাড়বে তাপমাত্রা,তাপমাত্র বাড়বে,বাড়বে দিনের তাপমাত্রা,তাপমাত্রা বাড়বে,আগামী ৫ দিন কেমন থাকবে দুই বঙ্গের তাপমাত্রা,রাতেই কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে,শহরে তাপপ্রবাহের সম্ভাবনা,তাপমাত্রা কমলেও চলছে তাপপ্রবাহ,যেসব জেলায় আজ ঝড় বৃষ্টি হতে পারে,আগামী ৩ দিনে বৃষ্টিপাত বাড়বে,বুধবার যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে